Logo
Logo
×

জাতীয়

‘ধর্ষণ’ শব্দ এড়ানোর বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:৫৩ এএম

‘ধর্ষণ’ শব্দ এড়ানোর বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ছবি

‘ধর্ষণ’ শব্দ ব্যবহারে বিরত থাকার অনুরোধ নিয়ে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

সোমবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।’

এর আগে শনিবার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প অ্যাপ’ উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার সাংবাদিকদের ধর্ষণ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ ব্যবহারের অনুরোধ জানান। 

তিনি বলেন, ‘আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটি ব্যবহার করবেন না। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে।’

তার এ বক্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, ‘ধর্ষণ শব্দটি এড়ানোর অনুরোধের মাধ্যমে তিনি প্রকৃতপক্ষে ধর্ষকদের পক্ষ নিচ্ছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তার বক্তব্য প্রত্যাহার করা উচিত।’

এদিকে রবিবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ও ডিএমপি কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ধর্ষণ, যে বয়সের মানুষকেই লক্ষ্য করে ঘটুক না কেন, তা এক ভয়াবহ অপরাধ। এ ধরনের অপরাধকে যথাযথ নামেই ডাকা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে সহিংসতা সহ্য করবে না।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন