
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ১১:৪১ এএম
স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ বাতিলের খবর ভিত্তিহীন : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৫১ পিএম

ছবি : সংগৃহীত
এ বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না—এমন খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস সচিব জানান, ঢাকার জাতীয় স্টেডিয়ামে চলমান সংস্কার কাজের কারণে গত কয়েক বছরের মতো এবারও রাজধানীতে কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের ৬৩টি জেলায় যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। এ বিষয়ে সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, একই দিন দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, গত বছরের মতো এবারও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, "আমরা এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে আছি, আনন্দ উদযাপনের মেজাজে নেই।"