Logo
Logo
×

জাতীয়

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

এ বছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার (১৬ মার্চ) দুপুরে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নাসিমুল গনি বলেন, ‘রমজান মাস চলছে, ঈদের ছুটি এবং ২৬ মার্চ একই সময় পড়েছে। এ সময়ে ঝুঁকি কমানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। গত বছরের মতো এ বছরও কুচকাওয়াজ হবে না। আমরা কোনো আনন্দ করার মেজাজে নেই।’

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কোনো আইনশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিনা, এমন প্রশ্নে তিনি জানান, ‘কোনো ঝুঁকি দেখছি না।’

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

জানা গেছে, ঈদুল ফিতরকে ঘিরে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে যেন কোনো অসন্তোষ সৃষ্টি না হয়, সে লক্ষ্যে শ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগেই পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকদের ধাপে ধাপে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেবে তৈরি পোশাক খাতের সংগঠনগুলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন