
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ১১:৫০ এএম
বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়: প্রধান উপদেষ্টার চীন সফর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:২৩ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় চীন। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৬ মার্চ) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্তর্বর্তী সরকার ম্যানুফেকচারিং খাতে বিপ্লব ঘটাতে চায়। এ লক্ষ্যে চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং চীন সফরের বিষয়ে আলোচনা করেছেন।
আগামী ২৬ মার্চ চার দিনের চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরকালে চীনের রাষ্ট্রপতি সি জিন পিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে আলোচনা হবে। মূলত বড় কোম্পানির বিনিয়োগ ও কারখানা স্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করাই এই সফরের প্রধান লক্ষ্য। পাশাপাশি চায়নিজ হেলথ কেয়ারের সঙ্গে সহযোগিতার সুযোগ খুঁজবে বাংলাদেশ।
এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস এবং সম্মাননা হিসেবে ডক্টরেট উপাধি গ্রহণ করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর।