Logo
Logo
×

জাতীয়

সাবেক আইজিপি মামুন জুলাই গণহত্যার মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:১৯ পিএম

সাবেক আইজিপি মামুন জুলাই গণহত্যার মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট গণহত্যার প্রথম মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আগামী ১৮ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৬ মার্চ) সকালে পুলিশের প্রিজনভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নের ডান হাত ছিলেন মামুন। এজন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে। শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত প্রতিবেদন দাখিলের আশা প্রকাশ করেন তিনি।

এ সময় প্রসিকিউটর মো. মিজানুর রহমান, গাজী এম এইচ তামিম, বি এম সুলতান মাহমুদসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী নাজনিন নাহার।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই পুলিশ মহাপরিদর্শক পদে আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। ৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সায়েদুর রহমান সুজন, মিজানুর রহমান এবং জাকির হোসেনকে ১৮ মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন