
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ১০:৪৯ পিএম
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৮:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৫ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতার প্রশংসা করেন। তিনি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান এবং সেখানে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। আজ (১৫ মার্চ) দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনি কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। আগামীকাল রোববার সকালে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।