Logo
Logo
×

জাতীয়

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নতুন দলগুলোকে নিবন্ধনের জন্য আহ্বান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৬:০০ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নতুন দলগুলোকে নিবন্ধনের জন্য আহ্বান

ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন নেয়ার জন্য আবেদন করতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১০ মার্চ) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণবিজ্ঞপ্তি জারির বিষয়টি জানিয়েছেন।

এনসিপি-এ নিবন্ধন পেতে ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। নিবন্ধনের জন্য আগের আইন অনুযায়ী আবেদন করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে ইসি জানায়, "গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ক এর অধীনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক দলগুলোকে নির্বাচন কমিশন প্রদত্ত নির্দেশিকা অনুসরণ করে নিবন্ধন আবেদন করতে হবে।" নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোকে শর্ত পূরণ করতে হবে এবং আবেদন করতে হলে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "নিবন্ধন পেতে হলে দলকে তিনটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হবে, যেমন: এক বা একাধিক নির্বাচনে আসন লাভ, নির্দিষ্ট ভোট শতাংশ অর্জন, বা সংগঠনের কার্যক্রমের প্রমাণ প্রদান।"

নিবন্ধন প্রক্রিয়ার জন্য দলগুলোকে নিজের লেটারহেড প্যাডে আবেদন করতে হবে এবং নির্ধারিত দলিলাদি সংযুক্ত করতে হবে। এর মধ্যে রয়েছে: দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, দলীয় তহবিলের উৎস এবং নিবন্ধন ফি হিসেবে পাঁচ হাজার টাকা জমা দেওয়ার প্রমাণপত্র।

২০০৮ সালে এটিএম শামসুল হুদা কমিশন নিবন্ধন প্রথা চালু করেছিল। এখন পর্যন্ত ৫৪টি রাজনৈতিক দল ইসির নিবন্ধন পেয়েছে, তবে পরে পাঁচটি দল নিবন্ধন বাতিল হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন