Logo
Logo
×

জাতীয়

খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান প্রধান উপদেষ্টার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৯:৩৫ পিএম

খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি : সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কক্সবাজার সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শুক্রবার (১৪ মার্চ) বেলা আড়াইটার দিকে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং এর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শনের সময় ড. ইউনূস প্রকল্পের বরাদ্দ প্রক্রিয়া নিয়ে খোঁজখবর নেন এবং জানতে চান কারা এসব ঘর পাচ্ছে ও কীভাবে বণ্টন হচ্ছে। তিনি স্বচ্ছ তালিকা প্রণয়ন ও যথাযথ তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, "যারা পুনর্বাসনের জন্য যোগ্য, তারা কি প্রকৃতপক্ষে এসব ঘরে উঠতে পারছে? নাকি অন্য কেউ অনিয়ম করে সুবিধা নিচ্ছে? শুধু ভবন নির্মাণ করলেই হবে না, বরাদ্দ প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয়, তাহলে পুরো উদ্যোগ অর্থহীন হয়ে যাবে।"

প্রকল্পে অতীতের অনিয়মের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, "এতদিন ধরে বিভিন্ন প্রকল্পে নানা অনিয়ম হয়েছে। প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত থেকে গেছে, আর ক্ষমতাসীনদের পছন্দের লোকেরা সুবিধা পেয়েছে। টাকা-পয়সার লেনদেন হয়েছে। কিন্তু এই ভুল এবার আর চলবে না।"

ড. ইউনূস আরো বলেন, প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ হতে হবে, যেন কোনো অনিয়মের সুযোগ না থাকে। দায়িত্ব বণ্টন, নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন