পিলখানা ট্রাজেডির ক্ষতি অপূরণীয় : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:১৯ পিএম

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, পিলখানা ট্রাজেডির ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা সেনানিবাসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে। মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব ও জাতীয় অহংকার। এসময় তিনি জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নেন।
ইফতার মাহফিলে পিলখানা বিদ্রোহে নিহতদের পরিবারের সদস্য, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।