জার্মানির ভিসার অপেক্ষায় প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী : জার্মান রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:৩৩ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যেতে চাওয়া ৭৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী বর্তমানে ভিসার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।
বুধবার (১২ মার্চ) এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
জার্মান রাষ্ট্রদূতের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০,৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০,৬৩৫ জন, তৃতীয় প্রান্তিকে ১৬,৪৬৯ জন এবং চতুর্থ প্রান্তিকে ১৪,৪৭৬ জন শিক্ষার্থী জার্মান ভিসার জন্য আবেদন করেছেন।
এ ছাড়া, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত আরও ৮,৭৬২ জন শিক্ষার্থী নতুন করে আবেদন জমা দিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশি আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯,৮৮০ জন, যা বাংলাদেশের তরুণদের মধ্যে জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি ব্যাপক আগ্রহের প্রতিফলন।