
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৩:৫৫ এএম
সাংবাদিকদের বেতন ৩০ বা ৪০ হাজারের নিচে নামা যাবে না

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:০৫ পিএম

ছবি : সংগৃহীত
সাংবাদিকতা বাংলাদেশে একটি ‘রক্তচোষা’ ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করতে হবে, যা ৩০ বা ৪০ হাজার টাকার নিচে নামতে পারবে না।
বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, "সাংবাদিকদের রক্ত কীভাবে চুষে খাওয়া যায়, সেটাই করা হচ্ছে। বছরের পর বছর চাকরি করেও ন্যায্য বেতন পাচ্ছেন না অনেকে। সাংবাদিকদের ন্যূনতম বেতনের জন্য নতুন করে আন্দোলন গড়ে তোলা উচিত।"
তিনি আরও বলেন, "আমরা চাই, প্রত্যেক সাংবাদিক যেন ভালো বেতন পান। ন্যূনতম একটি বেতন কাঠামো থাকতে হবে, যা ৩০-৪০ হাজার টাকার নিচে নামতে পারবে না। যদি এর চেয়ে কম বেতন দেওয়া হয়, তাহলে সেই সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া উচিত।"
প্রেস সচিব আরও বলেন, "আমাদের দরকার ভালো সাংবাদিকতা। যারা পরিশ্রম করে সাংবাদিকতা করেন, তাদের ইন্টেলেকচুয়াল প্রোপার্টির রাইট (মেধাস্বত্ব) দিতে হবে এবং যথাযথ মূল্যায়ন করতে হবে।"
তিনি দাবি করেন, "বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে কোনো মিডিয়ার সত্যিকারের স্বাধীনতা ছিল না। এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মাল্টিমিডিয়া সাংবাদিক ও ফটো সাংবাদিকরা।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমসহ অনেকে।