
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ১২:৩৯ এএম
হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যা : স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান
রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর থেকে স্বামী-স্ত্রী রুপা ও নাজিমকে আটক করা হয়।
সোমবার ভোরে রাজধানীর উত্তরখানে ভাড়া বাসায় দুর্বৃত্তদের হামলায় কুপিয়ে হত্যা করা হয় সাইফুর রহমানকে। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইফুর রহমান কলেজটির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তার পরিবার রাজধানীর শান্তিনগর এলাকায় বসবাস করলেও তিনি সম্প্রতি উত্তরখানের ভাড়া বাসায় একা থাকছিলেন।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, নিহতের শরীরে দেশীয় অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে হত্যার মূল কারণ উদঘাটনের চেষ্টা চলছে।