Logo
Logo
×

জাতীয়

রাখাল রাহার বিরুদ্ধে ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ অপপ্রচার: এনসিটিবি চেয়ারম্যান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৫:৩১ পিএম

রাখাল রাহার বিরুদ্ধে ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ অপপ্রচার: এনসিটিবি চেয়ারম্যান

ছবি : সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেছেন, পাঠ্যবই ছাপার কাগজ ব্যবসায় ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ একটি অপপ্রচার। তিনি এ অভিযোগকে ভুয়া ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

অধ্যাপক রিয়াজুল হাসান জানান, পাঠ্যবইয়ের জন্য কাগজ কেনা হয়েছে মোট ১০০ কোটি টাকার। ৪০০ কোটি টাকার বাণিজ্যের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাগজ কেনার সাথে সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার কোনো সংশ্লিষ্টতা নেই।

রাখাল রাহা চলতি বছরের পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন প্রক্রিয়ার সাথে জড়িত একজন লেখক এবং গবেষক। তবে, টেন্ডার, কাগজ কেনা বা ছাপার কাজের সাথে তার কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি একটি প্রোপাগান্ডা এবং এর মাধ্যমে সত্যের অপপ্রকাশ ঘটানো হয়েছে। তিনি উল্লেখ করেন, এনসিটিবি সব কাজই নিয়ম মেনে সম্পন্ন করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন