
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ১০:৪৯ পিএম
বঙ্গবন্ধুর ছবি থাকায় ঈদে মিলবে না নতুন নোট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:২৮ পিএম

ছবি : সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নতুন টাকা বিনিময়ের সুযোগ থাকছে না। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এবার ঈদ উপলক্ষে কোনো নতুন নোট বাজারে ছাড়া হবে না। তবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন নোট আগামী এপ্রিল-মে মাসে বাজারে আসবে।
এ সংক্রান্ত সিদ্ধান্ত ইতোমধ্যেই ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে, ১৯ মার্চ থেকে বঙ্গবন্ধুর ছবিসহ ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে আসবে। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে নতুন নোট ছাড়া হচ্ছে না এবং ঈদের পর প্রকাশিত নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। নতুন নোটের ডিজাইন ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, "আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ জনগণের জন্য নতুন নোট বিনিময়ের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের শাখাগুলোতে সংরক্ষিত নতুন নোটগুলো বিনিময় না করার নির্দেশ দেওয়া হচ্ছে। নগদ লেনদেনের ক্ষেত্রে পুনঃপ্রচলনযোগ্য নোট ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হলো।"
এই সিদ্ধান্তের ফলে এবারের ঈদে নতুন নোটের জন্য ব্যাংকের সামনে দীর্ঘ লাইন বা বিশেষ কোনো বিনিময় কার্যক্রম দেখা যাবে না।