
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম
শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০১:৩১ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ মার্চ) দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।
বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি প্রথম দুর্নীতির মামলা, যেখানে শেখ পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে।
চার্জশিটে নতুন করে আসামির তালিকায় যুক্ত হয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন।
দুদকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা।
এই অনিয়মের অভিযোগে গত জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ ১৪ জনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করে দুদক।
শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।