
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০৩:২৬ পিএম
এনআইডি ইসির অধীনেই থাকা উচিত : নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:২০ পিএম

ছবি : সংগৃহীত
সরকার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে অন্য সংস্থার অধীনে নেওয়ার পরিকল্পনা করছে। তবে নির্বাচন কমিশন এই উদ্যোগের বিরোধিতা করে সরকারকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে ইসি স্পষ্টভাবে জানিয়েছে, এনআইডি কার্যক্রম স্থানান্তর করা হলে তাদের সাংবিধানিক ক্ষমতা হ্রাস পাবে এবং এর ফলে ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন ব্যবস্থাপনায় জটিলতা দেখা দেবে।
২০০৮ সালে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরি করে, যার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়। বর্তমানে নির্বাচন কমিশনের সার্ভারে প্রায় ১২.৫ কোটি নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে, পাশাপাশি ১১ লাখ রোহিঙ্গার তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে। ইসি কর্মকর্তাদের মতে, এত বছর ধরে গড়ে ওঠা এই তথ্যভাণ্ডার এবং সুরক্ষা ব্যবস্থাপনা যদি অন্য কোনো প্রতিষ্ঠানের হাতে চলে যায়, তাহলে জাতীয় নিরাপত্তা এবং ভোটার তালিকার স্বচ্ছতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এনআইডি ইসি থেকে সরানোর বিষয়ে কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি আদায়ের জন্য আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার যদি তাদের দাবি উপেক্ষা করে, তাহলে আগামী ১৩ মার্চ থেকে দেশব্যাপী মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, এনআইডি শুধু একটি পরিচয়পত্র নয়, এটি আসলে একটি সমন্বিত জাতীয় তথ্যভাণ্ডার। এটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন পরিশ্রম করেছেন এবং এর মাধ্যমে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে।