
প্রিন্ট: ১৪ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম
তিন মাসের আশ্বাসে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০১:০৯ পিএম

ছবি : সংগৃহীত
তিন মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি স্থগিত করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থান নেওয়া চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। তারা জানিয়েছিল, ১০ মার্চের মধ্যে দাবি মানা না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হবে।
চিকিৎসকদের দাবি ও আন্দোলনের পটভূমি
ফোরামের দাবির মধ্যে রয়েছে—
চিকিৎসাশিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং ক্যাডারভিত্তিক বৈষম্য দূর করা।
৩ নম্বর গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দেওয়া।
চিকিৎসকদের অভিযোগ, প্রায় সাত হাজার বিশেষজ্ঞ চিকিৎসক, জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। এছাড়া সহকারী ও সহযোগী অধ্যাপকরাও প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেও বছরের পর বছর পদোন্নতি পাচ্ছেন না। ফলে অন্যান্য ক্যাডারের তুলনায় চিকিৎসকরা বৈষম্যের শিকার হচ্ছেন এবং এতে তাদের মধ্যে হতাশা বাড়ছে।
আন্দোলনের সঙ্গে বিভিন্ন সংগঠনের একাত্মতা
শুক্রবার এক বিবৃতিতে কর্মবিরতির প্রতি সমর্থন জানিয়েছিল—
- বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন
- সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ
- বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস
- সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ
- দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
- অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ
- সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ
সংশ্লিষ্টদের প্রতি আহ্বান
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব কার্যকর ব্যবস্থা গ্রহণ করে চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে, অন্যথায় দেশের চিকিৎসাব্যবস্থা দীর্ঘস্থায়ী সংকটে পড়তে পারে।
উল্লেখ্য, চিকিৎসকদের পদোন্নতি ও ন্যায়সঙ্গত সুবিধার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ফোরাম। আগের বেশ কয়েকটি কর্মসূচির পরও কোনো অগ্রগতি না হওয়ায় তারা তিন দিনের কর্মবিরতির ডাক দিয়েছিল। তবে এবার সরকারের পক্ষ থেকে তিন মাসের মধ্যে দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি পাওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়েছে।