
প্রিন্ট: ১৮ মার্চ ২০২৫, ০৬:৫৬ এএম
নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: নৌপরিবহন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম

ছবি : সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের সুরক্ষা ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এক প্রস্তুতিমূলক সভা শেষে তিনি বলেন, নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না। যাত্রীদের জন্য স্পষ্টভাবে ভাড়া তালিকা প্রকাশ করতে হবে। যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে, তবে শুধু জরিমানাই নয়, সংশ্লিষ্ট লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে।
উপদেষ্টা আরও জানান,
- নির্ধারিত সিরিয়ালের বাইরে লঞ্চ ছেড়ে যেতে পারবে না।
- অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না এবং রাস্তা থেকে যাত্রী তোলা নিষিদ্ধ।
- নৌবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত মনিটরিং করবে, তবে অপ্রয়োজনীয় চেকিং করে সময় নষ্ট করবে না।
- ফিটনেস সনদ ছাড়া কোনো লঞ্চ চলতে পারবে না এবং নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতি তোলা যাবে না।
তিনি জানান, সদরঘাট এলাকায় বিশৃঙ্খলা কমাতে রাস্তা পরিষ্কার রাখা হবে। তিন ঘণ্টা আগেও অনেকে লঞ্চ ধরতে পারেন না, তাই প্রয়োজন হলে রেকার দিয়ে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে নেওয়া হবে।
বিশেষ নিয়মাবলি কার্যকর হবে ১৫ রমজান থেকে
- রাতে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।
- ঈদের পাঁচ দিন আগে ও পরের পাঁচ দিন বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।
- ফেরিতে বাস যাত্রীসহ উঠতে পারবে না; যাত্রীদের আলাদা করে ওঠানো হবে।
এ সকল নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা, যাতে ঈদে ঘরমুখো যাত্রীরা নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।