
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ১২:৩৯ এএম
নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১২:২০ পিএম

ছবি : সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে।
গতকাল রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শ্রম ইস্যুতে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এ ঘোষণা দেন।
তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের কল্যাণে অন্তর্বর্তী সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শ্রম আইন সংশোধন ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রম অধিকার সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন মার্চের মধ্যে সুপারিশ জমা দেবে বলে আশা করা হচ্ছে।
সরকার শ্রম আইন সংশোধনের মাধ্যমে ট্রেড ইউনিয়নের কার্যক্রম সহজীকরণ এবং শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। শ্রম অধিকার রক্ষায় আইএলওসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে উন্নয়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, শ্রমিকদের সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, ট্রেড ইউনিয়ন সদস্যদের গোপনীয়তা রক্ষা, এবং শ্রম সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।
আগামী ১০ থেকে ২০ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনের আগে এমন ঘোষণা শ্রম খাতে নতুন দৃষ্টিভঙ্গি আনবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।