
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৭:৫৯ এএম
জনগণের টাকায় বড় হয়েছি, তাই সমাজের প্রতি দায়িত্ব রয়েছে : শিক্ষা উপদেষ্টা আবরার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:১৬ পিএম

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, জনগণের অর্থেই আমি বেড়ে উঠেছি, তাই সমাজের প্রতি আমার একটি দায়বদ্ধতা রয়েছে। দায়িত্ব গ্রহণের পর বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে, এখন সময় এসেছে সমাজের জন্য কাজ করার। শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ, যার আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সবাই অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন, তা যথাযথভাবে পালন করতে চাই এবং এ দায়িত্ব পালন করতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।
শিক্ষার ভূমিকা সম্পর্কে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে কার্যকর মাধ্যম হলো শিক্ষা। এটি শুধু ব্যক্তির দক্ষতা ও আত্মোন্নয়ন নয়, বরং আর্থসামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা শুধু তথ্য বা জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরির প্রধান উপায়ও।
দেশের শিক্ষার্থীরা যেন এখানেই তাদের ভবিষ্যৎ গড়তে পারে, সে লক্ষ্যে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। যদিও এটি রাতারাতি সম্ভব নয়, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তি গড়ে তুলতে হবে। পাশাপাশি, স্বল্পমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে ৮ থেকে ১০ মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।