Logo
Logo
×

জাতীয়

সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৪ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এই আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িতে অবস্থিত সূচনা ফাউন্ডেশন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের একটি ভবনে পরিচালিত হয়। ২০২৩ সালের ২৪ নভেম্বর পর্যন্ত সংস্থাটির বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৪৮ কোটি ৩৫ লাখ টাকা জমা ছিল।

দুদক অভিযোগ করেছে, সায়মা ওয়াজেদ তার মায়ের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন। সেই সঙ্গে বিদেশে অর্থ পাচারের অভিযোগও আদালতে উপস্থাপন করা হয়েছে।

২০২৩ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেয়। এবার দুদকের আবেদনের ভিত্তিতে আদালত আনুষ্ঠানিকভাবে সংস্থাটির ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ জারি করেছে।

এই আদেশের ফলে সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন কার্যক্রম স্থগিত থাকবে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো এখন থেকে আদালতের অনুমতি ছাড়া কোনো আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন