
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৫ এএম
সাদিক এগ্রোর ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিং মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০২:২০ পিএম

ছবি : সংগৃহীত
সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকার মানিলন্ডারিং অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তাকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।
সোমবার (৩ মার্চ) রাতে সিআইডি ইমরান হোসেনকে গ্রেফতার করে। সংস্থাটি জানায়, সাদিক এগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি করার অভিযোগ রয়েছে।
এছাড়া, ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে এনে বিক্রি করার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিআইডির মতে, সাদিক এগ্রোর মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনসহ বিভিন্ন অনিয়ম সংঘটিত হয়েছে। বিষয়টি তদন্ত করে আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এই ধরনের অবৈধ গরু আমদানি ও মানিলন্ডারিং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে আরও অভিযুক্তদের শনাক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।