Logo
Logo
×

জাতীয়

শিক্ষকদের পেনশনের ৮ হাজার কোটি টাকা লোপাট: শিক্ষা উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৬:৪০ পিএম

শিক্ষকদের পেনশনের ৮ হাজার কোটি টাকা লোপাট: শিক্ষা উপদেষ্টা

ছবি : সংগৃহীত

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের ৭ থেকে ৮ হাজার কোটি টাকা লোপাট হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভা শেষে তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিষয়টি সমাধানে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হয়েছে। দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প বন্ধও করা হয়েছে।

তিনি আরও জানান, এনইসি সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় ৪৯ হাজার কোটি টাকা কমিয়েছে বর্তমান সরকার। এতে চূড়ান্ত এডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা, যা মূলত নির্ধারিত ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা থেকে কমানো হয়েছে।

সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে ৮৯টি প্রকল্পে এক টাকাও খরচ হয়নি, আর ১২১টি প্রকল্পে কাজ হয়নি এক শতাংশও। স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানো হয়েছে ৫০ শতাংশ, এবং বিদেশি ঋণের বরাদ্দ কমেছে ৮১ হাজার কোটি টাকা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন