
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০১:১১ পিএম
সারাদেশে তাপমাত্রা কিছুটা কমাসহ, কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৩:০৯ পিএম

ছবি : সংগৃহীত
সারাদেশে তাপমাত্রা কিছুটা কমবে এবং পূর্বাঞ্চলের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।
এছাড়া, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৩ মার্চ) সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
মঙ্গলবার (৪ মার্চ) মেঘলা আবহাওয়া অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকবে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস: দিন এবং রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।