Logo
Logo
×

জাতীয়

ক্ষমতা চিরস্থায়ী করতে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয় : প্রেস সচিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম

ক্ষমতা চিরস্থায়ী করতে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয় : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

ক্ষমতা চিরস্থায়ী করতে এবং বহির্বিশ্বের সঙ্গে সংহতি প্রদর্শনের উদ্দেশ্যেই মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শাপলা চত্বর হত্যাকাণ্ডবিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, শাপলা চত্বরে কতজন নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত নয়। তবে হেফাজত নিজেই সঠিক সংখ্যা নির্ধারণে গবেষণা করতে পারে।

তিনি আরও বলেন, দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র ব্যবহার এবং হত্যাকাণ্ডের তদন্ত জরুরি।

শফিকুল আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ডের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের শক্তিশালী বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে।

তিনি বলেন, একতরফা নির্বাচনের পরও আন্তর্জাতিক মহল থেকে বড় কোনো প্রতিক্রিয়া আসেনি।

প্রেস সচিব আরও বলেন, আওয়ামী লীগ জনগণের চাওয়া বা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

শফিকুল আলম জানান, শাপলা চত্বরসহ সব হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করা হবে। তবে আপাতত গণ-অভ্যুত্থানের ঘটনাগুলো বেশি গুরুত্ব পাবে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে, তবে সুবিচারের জন্য যথাযথ সময় প্রয়োজন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন