Logo
Logo
×

জাতীয়

গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করলেন রিফাত রশীদ, জানালেন সরে দাঁড়ানোর কারণ

Icon

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম

গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করলেন রিফাত রশীদ, জানালেন সরে দাঁড়ানোর কারণ

ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশীদ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের কারণ এবং সংগঠনটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে মধুর ক্যানটিনে সৃষ্ট বিক্ষোভ ও হাতাহাতির ঘটনার বিষয়ে ব্যাখ্যা দেন।

রিফাত রশীদ জানান, নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে তার নাম ঘোষণা করা হলেও, তার সম্মতি ছাড়া এই সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) পুরো সাংগঠনিক সেট আপ এবং লিডারশিপকে নতুন ছাত্রসংগঠনের প্রোমোশনে কাজে লাগানো হলেও, বৈছাআর সদস্যদের মূল্যায়ন করা হয়নি।

তিনি আরও বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি, সাত কলেজ এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণ না থাকায় সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৈছাআ থেকে তার এবং নাঈম আবেদীনকে পজিট না করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম নেয়। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কমিটিতে অন্তর্ভুক্ত না করায় তাদের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি হয়।

রিফাত রশীদ দাবি করেন, অভ্যুত্থানের পর তিনি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে গিয়েছেন এবং ঢাকার অলিগলিতে আন্দোলন সংগঠিত করেছেন। তিনি বলেন, নতুন ছাত্র সংগঠনে প্রাথমিকভাবে তাকে সদস্য সচিব করা হলেও, পরবর্তীতে মুখ্য সংগঠক, মুখপাত্র এবং সবশেষে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আসার প্রস্তাব করা হয়। তিনি এই পদে থাকতে অস্বীকৃতি জানান এবং সংগঠন গঠনের সমস্ত প্রসেস থেকে নিজেকে সরিয়ে নেন।

তিনি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিদ্যমান আছে এবং বৈছাআর অন্যান্য স্টেকহোল্ডাররাও ক্ষুব্ধ। প্রাইভেটের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি প্রেস কনফারেন্স করতে পারে। তিনি সংগঠনের স্বার্থে পদত্যাগ করেছেন এবং সংগঠন গঠনের ক্ষেত্রে সার্চ কমিটি এবং লিটারেচার টিমের কোনো কাজের সাথেই যুক্ত ছিলেন না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন