Logo
Logo
×

জাতীয়

বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২১ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম

বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২১ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসর

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২১ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিনিয়র সচিব জানান, সম্প্রতি গঠিত জনপ্রশাসন সম্পর্কিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসিদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। কোনো কর্মকর্তা সে সময় প্রতিবাদ জানাননি বা দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। ফলে বর্তমান সরকার শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, এর আগে ৪৩ জন ডিসিকে ওএসডি করা হয়েছে। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তাদের ওএসডি করা হয়েছে, আর ২৫ বছরের বেশি হলে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আজকের আদেশের মাধ্যমে ২১ জন সচিব পর্যায়ের কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।

এছাড়া, ২০২৪ সালের নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তালিকা গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করা হচ্ছে। তাদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিনিয়র সচিব। তিনি বলেন, "সরকার জনগণের স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে এবং তা বাস্তবায়ন করছে।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন