
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০২:১৯ এএম
২০১৮ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা থাকা ৩৩ ডিসিকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম

ফাইল ছবি
২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা প্রশাসনের ৩৩ জন যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
পাঁচটি প্রজ্ঞাপনে প্রতিটিতে ছয়জন করে এবং আরেকটিতে তিনজন কর্মকর্তার নাম উল্লেখ করে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। কী কারণে এই কর্মকর্তাদের ওএসডি করা হয়েছে— সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।
এই কর্মকর্তারা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই নির্বাচন নিয়ে কারচুপি, অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলো।
ওএসডি হওয়া কর্মকর্তারা সাধারণত কোনো নির্বাহী দায়িত্ব পালন করেন না। তাদের প্রশাসনিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।
এই সিদ্ধান্তকে ২০১৮ সালের নির্বাচনের জবাবদিহি এবং প্রশাসনে শুদ্ধি অভিযান হিসেবে দেখা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।