Logo
Logo
×

জাতীয়

সাবেক মন্ত্রী রেজাউল করিম ও স্ত্রীর ১২ কোটি টাকার অবৈধ সম্পদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম

সাবেক মন্ত্রী রেজাউল করিম ও স্ত্রীর ১২ কোটি টাকার অবৈধ সম্পদ

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে— সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত ৮.৮৬ কোটি টাকা নিজ ভোগদখলে রেখেছেন। তার ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ৬.৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই অভিযোগে তার বিরুদ্ধে প্রথম মামলা করা হয়েছে। দ্বিতীয় মামলায় তার স্ত্রী ফিরোজা পারভীনসহ উভয়কে আসামি করা হয়েছে, যেখানে ৩.০৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, দুদক আইনের ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

দুদকের তদন্তে কী বেরিয়ে এসেছে?

গত সেপ্টেম্বর থেকে দুদক তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু করে। অভিযোগে বলা হয়েছে— বরিশালের নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে তার বিরাট পরিমাণ স্থাবর সম্পত্তি রয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে ২৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। ব্যাংকে বিপুল পরিমাণ টাকা জমা, একটি বিলাসবহুল গাড়ি ও দেশে-বিদেশে সম্পদের মালিকানা রয়েছে।

এই দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। দুদক জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং সম্পদের প্রকৃত উৎস বের করতে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন