
প্রিন্ট: ১৮ মার্চ ২০২৫, ০৪:১২ এএম
আগুনের দিন একদিন শেষ হবে: ছাত্রলীগ নেত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ পিএম

ছবি : সংগৃহীত
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম সন্ত্রাস বিরোধ আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে হাজতখানায় নেওয়ার সময় বেনজীর হোসেন নিশি বলেন, "আগুনের দিন একদিন শেষ হবে।" এরপর তিনি হাসেন তবে আর কিছু বলেননি।
পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৩ জানুয়ারি সাতক্ষীরা থেকে গোয়েন্দা পুলিশ বেনজীর হোসেন নিশিকে গ্রেপ্তার করে। পরের দিন শাহবাগ থানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার মামলায় তাকে ২ দিনের রিমান্ড দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগানে পান্থপথস্থ আল বারাকা রেস্টুরেন্টের সামনে আনুমানিক ১০০/১৫০ জন আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানার ব্যবহার করে মিছিল বের করে। তাদের স্লোগান এবং মিছিল ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করা হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয় যে তাদের এই পরিকল্পনা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে।