
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০২:৩৮ পিএম
জাতীয় নির্বাচনে ডিসিদের আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের (ডিসি) আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী উদ্যানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে এ নির্দেশনা দেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, "নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) যতটুকু ক্ষমতা আছে, তার সর্বোচ্চ ব্যবহার করা হবে। একইভাবে, জেলা প্রশাসকদেরও আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "জেলা প্রশাসকরা সরকারের চোখ, মুখ ও হাত। কিন্তু আজ এই চোখ, মুখ ও হাত নষ্ট হয়ে গেছে।"
সিইসি আশ্বস্ত করে বলেন, "নির্বাচন পরিচালনায় কোনো উচ্চপর্যায়ের চাপ ডিসিদের ওপর যাবে না। যদি কোনো চাপ আসে, ইসি তা পর্যবেক্ষণ করবে। মাঠপর্যায়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।"
তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, "নির্বাচনের দিন বা তার কয়েকদিন আগে নয়, এখন থেকেই নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে সক্রিয় হন। যেখানে যাবেন, সেখানকার জনগণকে ভোটের অধিকার সম্পর্কে সচেতন করুন। জনগণের আস্থা ফেরাতে হবে।"
সিইসি নাসির উদ্দিন বলেন, "আমরা একটি যুদ্ধের মধ্যে আছি—সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যুদ্ধ। অতীত নিয়ে পড়ে থাকলে কাজ হবে না। ব্লেম গেম বাদ দিয়ে একসঙ্গে কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, "জেলা প্রশাসকরা আমাদের সহযোদ্ধা। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা একসঙ্গে হাতে হাত রেখে কাজ করব।"