
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০১:১১ পিএম
অফিস-বাসায় ২৫ ডিগ্রির নিচে এসি চালালে বিদ্যুৎ বিচ্ছিন্ন : জ্বালানি উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৭ পিএম

ছবি : সংগৃহীত
আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবালয়, অফিস, ব্যাংক, বাসাবাড়ি ও মসজিদে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না নামানোর পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি জানান, বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম বিষয়টি পর্যবেক্ষণ করবে, এবং নির্দেশনার ব্যত্যয় ঘটলে সেই এলাকায় লোডশেডিং করা হতে পারে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে একটি অধিবেশনের পর সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
বিদ্যুৎ উপদেষ্টা বলেন, শীতকালে বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ৯ হাজার মেগাওয়াট, যা গরমকালে বেড়ে দাঁড়ায় ১৭-১৮ হাজার মেগাওয়াট। চাহিদা বৃদ্ধির প্রধান দুটি কারণ সেচ ও এসির ব্যবহার।
সেচ খাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এটি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তবে এসির ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।
তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ভঙ্গুর, এবং বিপুল অর্থ পাচারের কারণে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পরিশোধে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
তবে এই প্রতিকূলতার মধ্যেও আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।