Logo
Logo
×

জাতীয়

আগে জাতীয় নির্বাচন, তারপর স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮ পিএম

আগে জাতীয় নির্বাচন, তারপর স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, "আমরা স্পষ্টভাবে জানিয়েছি—জাতীয় নির্বাচন আগে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।"

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, "আমরা আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে ন্যূনতম সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরি হবে। সেই ভিত্তিতে জাতীয় নির্বাচন দ্রুত আয়োজন করা সম্ভব হবে।"

তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন। সেখানে তিনি সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, সংস্কার-সংক্রান্ত প্রতিবেদনগুলো নিয়ে আলোচনা করতে। কমিশনগুলোর সুপারিশের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো মতামত প্রদান করবে এবং একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবে। মূলত, এটি ছিল প্রাথমিক আলোচনা, যেখানে বিভিন্ন দল তাদের মতামত প্রকাশ করেছে।"

বিএনপি মহাসচিব জানান, "প্রথম বৈঠকটি মূলত পরিচিতিমূলক ছিল, যেখানে রাজনৈতিক দলগুলো নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি। পরবর্তী বৈঠকগুলোতে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন