কুমিল্লায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৫:০১ পিএম
কুমিল্লায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০
কোটা সংস্কার আন্দোলনের ব্লকেড কর্মসূচি ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টায় মিছিল নিয়ে কোটবাড়ি বিশ্বরোড এলাকার সড়ক অবরোধ করতে চাইলে প্রথমে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী জানান, আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ মাঠে রয়েছে। মহাসড়কে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।’