Logo
Logo
×

জাতীয়

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ এএম

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার কিছু পর গাজীপুরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। চয়ন ইসলাম, যিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এমপি ছিলেন, তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়।

এর আগে, গত ১৪ নভেম্বর চয়ন ইসলাম, তার বোন মেরিনা জাহান কবিতা এবং আরও তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়। শাহাদৎ হোসেন নামে এক ব্যক্তি শাহজাদপুর উপজেলা আমলি আদালতে মামলাটি করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২২ সালের ২৫ জুন শাহাদৎ হোসেন সিরাজগঞ্জের শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩ হাজার টাকা বিনিয়োগ করে একটি জমি ভাড়া নেন এবং করতোয়া নদী থেকে উত্তোলিত ৯০ লাখ সেফটি বালু ১ কোটি ৮০ হাজার টাকায় কিনে বিক্রি করছিলেন।

পরদিন, ২৬ জুন, তৎকালীন সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, তার ছেলে ও ভাই চয়ন ইসলামসহ অন্যান্য আসামিরা বালু বিক্রিতে বাধা দেন এবং শাহাদৎ হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে আটক করে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে আসামিরা বালু নিজেদের দখলে নিয়ে ছয় মাস ধরে বিক্রি করেন, যার ফলে বাদীর দুই কোটি ২৩ লাখ টাকার ক্ষতি হয়।

ওই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ না করায় পরে (১৪ নভেম্বর) আদালতে মামলা করেন বাদী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

অনুসরণ করুন