
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০১:০১ পিএম
উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুরকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৮ পিএম

ছবি : সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ওসি মুজিবুরকে গ্রেপ্তার করা হয় এবং ট্রাইব্যুনালে হাজির করা হয়।
জুলাই ও আগস্ট মাসে আন্দোলনরত ছাত্রদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রবিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।