
প্রিন্ট: ১৮ মার্চ ২০২৫, ০৮:৪০ এএম
ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে ভারত সরকারের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম

ছবি : সংগৃহীত
ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনার বিষয়ে ভারত সরকারের দেওয়া মন্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এ মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, যা দেশের জনগণ ভালোভাবে গ্রহণ করছেন না। ৫ ফেব্রুয়ারি তার এক বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে অবস্থান স্পষ্ট করেছে।
রফিকুল আলম আরও বলেন, ভারতে বিভিন্ন সময়ে নানা ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু বাংলাদেশ কখনো কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে মন্তব্য করে না। বাংলাদেশও অন্যদের কাছ থেকে একই ধরনের আচরণ প্রত্যাশা করে বলে জানান তিনি।