
প্রিন্ট: ১৮ মার্চ ২০২৫, ০৯:২৯ এএম
সারা দেশে 'অপারেশন ডেভিল হান্ট', গ্রেফতার ১,৩০৮

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম

ছবি : সংগৃহীত
সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে পরিচালিত 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করেছে।
রোববার পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত চালানো অভিযানে মহানগর এলাকায় ২৭৪ জন এবং বিভিন্ন রেঞ্জে এক হাজার ৩৪ জন গ্রেফতার হন।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।