ম্যাটস শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ, আহত ১৮
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
চার দফা দাবিতে সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে এক সাংবাদিকসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন– নওগাঁ ম্যাটসের মেহরাব (২০), প্রাইম ম্যাটসের এরশাদুল হক (৩০), শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান (২৬), সোহাগ (২২), আমানুল্লাহ (২০), ট্রমা ম্যাটসের সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল (২৩), গাজীপুর ম্যাটসের শিহাব (২০), কুষ্টিয়া ম্যাটসের আরাফাত (২১), জাহিদ হাসান (২১), টাঙ্গাইল সোহরাব উদ্দিন ম্যাটসের নাঈম (২৫), বাগেরহাট ম্যাটসের সায়েম (২০) এবং সাংবাদিক আনোয়ারুল ইসলাম শিমুল (২৮)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে সংঘর্ষের পর আহতদের হাসপাতালে আনা হয় এবং তাদের চিকিৎসা চলছে।
এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ের দিকে অগ্রসর হন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়ে তাদের দাবিগুলো উপেক্ষা করা হচ্ছে। এক শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, “শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করলে হবে না। আমাদের সামনেই স্বাস্থ্য উপদেষ্টা দাবি মানার ঘোষণা দিলেই আমরা ঘরে ফিরব।”
ম্যাটস শিক্ষার্থীরা শূন্যপদে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ, উচ্চশিক্ষার সুযোগসহ চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলছে, বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি, তাই এবার চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
সরকারি পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



