
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০১:০১ পিএম
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ম্যাটস শিক্ষার্থীদের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

ছবি : সংগৃহীত
অনতিবিলম্বে শূন্যপদে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ, উচ্চশিক্ষার সুযোগসহ চার দফা দাবিতে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ৫ সদস্যের শিক্ষার্থী প্রতিনিধিদল বৈঠকের উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহম্মদ উল্যাহ মানসুর এই তথ্য নিশ্চিত করেছেন।
আশ্বাস নয়, দাবি পূরণের ঘোষণা চান শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের প্রতিনিধি দলে রয়েছেন আহম্মদ উল্যাহ মানসুর, মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, শামিমুর রহমান সাগর ও আজহারুল হক রামিম। আহম্মদ উল্যাহ মানসুর বলেন, "স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে বৈঠকে এসেছি, তবে এবার আর আশ্বাস নয়, সরাসরি ঘোষণা নিয়েই ঘরে ফিরতে চাই।"
অন্যদিকে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, "শুধু নিয়োগ নয়, বাকি তিন দফার বিষয়েও আজকের মধ্যে চূড়ান্ত ঘোষণা দিতে হবে।"
বৈঠকের আগে উত্তেজনা, উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে বাকবিতণ্ডা
এর আগে বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় আসেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী। তবে তিনি কথা বলতে গেলে শিক্ষার্থীদের একটি অংশ 'ভুয়া' স্লোগান দিতে থাকেন। পরে কেন্দ্রীয় সমন্বয়করা শিক্ষার্থীদের শান্ত করে কথা বলার সুযোগ করে দেন।
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে চলমান বৈঠকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।