
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০২:৩৯ পিএম
নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক নিয়ন্ত্রণ : সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪২ পিএম

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
অতীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন ব্যর্থতার জন্য নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর অতিরিক্ত প্রভাবকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এ আয়োজন করে।
সিইসি বলেন, ‘আমরা কমিশনে যারা আছি, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমাদের নিরপেক্ষ থাকার একমাত্র উপায় হলো রাজনীতির হস্তক্ষেপ বন্ধ করা।’
নির্বাচন কমিশনের অতীত দুর্নাম ও সমালোচনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘১০০ বা ২০০টি কারণ বলা যেতে পারে, তবে আমার মতে সবচেয়ে বড় কারণ হলো নির্বাচন কমিশনে রাজনৈতিক নিয়ন্ত্রণ।’
তিনি আরও বলেন, ‘যদি রাজনীতিবিদদের প্রভাব বন্ধ না করা যায়, তবে অতীতের মতোই পরিস্থিতি আবারও পুনরাবৃত্তি হবে। আমাদের লক্ষ্য নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, যাতে ভবিষ্যতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হয়।’