Logo
Logo
×

জাতীয়

৪ দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২২ পিএম

৪ দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

ছবি : সংগৃহীত

শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে প্রায় ৩০০ শিক্ষার্থী লংমার্চ করে শাহবাগে এসে অবস্থান নেন। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিলে টিএসসি থেকে শাহবাগগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইস উদ্দিন হৃদয় বলেন, আমাদের প্রথম দাবি ১০ম গ্রেডের শূন্য পদে নিয়োগ। দীর্ঘ ১২-১৪ বছর সরকারি নিয়োগ নেই, উচ্চশিক্ষার সুযোগ নেই, অন্যদের প্রমোশন হলেও আমাদের হয় না।

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মো. সাকিব মাহমুদ বলেন, গত ২২ জানুয়ারি চার দফা দাবিতে আমরা শাহবাগে গণজমায়েত করেছিলাম। স্বাস্থ্য মন্ত্রণালয় সাত কর্মদিবসের মধ্যে দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

দাবিগুলো হলো:

১. স্বাস্থ্য অধিদপ্তরের শূন্যপদে নিয়োগ সচল করা ও কমিউনিটি ক্লিনিকে উপসহকারী মেডিকেল অফিসার পদ সৃষ্টি করা।

২. প্রতিষ্ঠানের নাম ও কোর্সের পরিবর্তনসহ ২০২১ সালের কারিকুলামের সংশোধন।

৩. বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

৪. এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের সংশোধন ও বাস্তবায়ন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর জানান, শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের দিকে লংমার্চ করার পর জাদুঘরের সামনে অবস্থান নেয়। তবে শাহবাগের মূল সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন