
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম
চার দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার

যুগেরচিন্তা২৪ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৬ পিএম

ছবি : সংগৃহীত
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় পৌঁছান বলে বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চার দিনব্যাপী এই সফরে মার্টিন রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, তিনি সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন।
মার্টিন রাইজারের সফরে বিশ্বব্যাংকের সমৃদ্ধি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রাও তার সঙ্গে থাকবেন। তিনি মূলত অর্থনৈতিক নীতি, দারিদ্র্য নিরসন, বিনিয়োগ, প্রতিযোগিতা ও আর্থিক খাতের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে কাজের নেতৃত্ব দেবেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে উন্নয়ন সহযোগিতাকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।