
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ১২:৩৯ এএম
গাজীপুরের সাবেক পুলিশ কমিশনারসহ তিন এসপি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ও উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলামসহ তিন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ও শনিবার (৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
যদিও আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন:
- ডিআইজি মোল্যা নজরুল ইসলাম (গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার)
- এসপি আসাদুজ্জামান (নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট)
- এসপি আব্দুল মান্নান (রংপুর রেঞ্জে সংযুক্ত কর্মকর্তা)
- এসপি আবুল হাসনাত (বাগেরহাটের সাবেক পুলিশ সুপার)
এসপি আবুল হাসনাত ২০২৪ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখেন। এসপি আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে দায়িত্ব পালনকালে আন্দোলন দমনে শক্তি প্রয়োগের অভিযোগে সমালোচিত হন। এছাড়া, সিটিটিসিতে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর অভিযোগও ছিল।
ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ২০২৩ সালের ৩১ মে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি হন। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং সর্বশেষ রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়।
এসপি আসাদুজ্জামান নোয়াখালীতে দায়িত্ব পালনকালে নির্বাচন ও ছাত্র আন্দোলনের সময় বলপ্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সমালোচিত হন।
জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে মামলা হয় এবং পরবর্তীতে বিভিন্ন পুলিশ ইউনিটে সংযুক্ত রাখা হয়েছিল।