Logo
Logo
×

জাতীয়

বিএসএমএমইউতে টাঙানো হলো নতুন ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৬ পিএম

বিএসএমএমইউতে টাঙানো হলো নতুন ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম ফলকে টাঙিয়ে দেওয়া হলো নতুন নামের ব্যানার। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আগের নামফলক মুছে তার ওপর নতুন নামের ব্যানার টানানো হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। 

শনিবার (৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এসে বিভিন্ন ব্লকের সামনে এসব ব্যানার দেখা যায়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিএসএমএমইউয়ে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা নতুন নামের এই ব্যানার টানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো তথ্য দিতে পারে নি।

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন প্রসঙ্গে ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, “নতুন নামের ব্যানার শনিবার সকালে এসে দেখতে পেলাম। তারা যে নাম দিয়েছেন, এটাসহ আরও কিছু নাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবনায় রয়েছে। নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। আগামী ২/৩ কর্ম দিবসের মধ্যে এ নিয়ে দাপ্তরিক সিদ্ধান্ত আসতে পারে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকগুলো নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের সঙ্গে পরামর্শ করে ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে এটি নিয়ে নতুন প্রজ্ঞাপন আসবে।”

এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের নামফলক থেকে বঙ্গবন্ধু নাম সম্বলিত সাইনবোর্ড খুলে ফেলেন বিক্ষুব্ধরা। শুরুতে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ভবনে টানানো সাইনবোর্ড, এবং পরবর্তীতে আরও একাধিক স্থান থেকেও বঙ্গবন্ধুর নাম ফলক খুলে ফেলেন তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন