
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০৩:৩১ পিএম
বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
দেশকে চারটি প্রদেশে বিভক্ত করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এ প্রস্তাব উপস্থাপন করেন কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।
পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপারিশের বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশকে চারটি প্রদেশে ভাগ করার পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের সুপারিশ করেছে কমিশন।
এছাড়া, ইমিগ্রেশন ব্যবস্থাকে আরও দক্ষ করতে পুলিশের জন্য পৃথক একটি ইউনিট গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনকে তিনটি পৃথক ইউনিটে বিভক্ত করার সুপারিশও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান শাহ আবু নাঈম মমিনুর রহমান।
প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট সরকার গঠনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি পৃথক কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। আজ (বুধবার) বাকি দুটি কমিশনের প্রতিবেদনও প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হলো।