
প্রিন্ট: ০৬ মার্চ ২০২৫, ০৮:৫৫ পিএম
বিজয়ীদের হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে অমর একুশে বইমেলা-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
এবারের পুরস্কারে সম্মানিত হয়েছেন সাতজন লেখক—
কবিতা: মাসুদ খান
নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
অনুবাদ: জি এইচ হাবীব
গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
বিজ্ঞান: রেজাউর রহমান
ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ
এর আগে ২৩ জানুয়ারি পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হলেও ২৫ জানুয়ারি সেটি স্থগিত করা হয়। বাংলা একাডেমি জানায়, কিছু অভিযোগের ভিত্তিতে তালিকা পুনর্বিবেচনার প্রয়োজন পড়েছে। পুনঃমূল্যায়নের পর মোহাম্মদ হাননান (মুক্তিযুদ্ধ), ফারুক নওয়াজ (শিশুসাহিত্য) এবং কথাসাহিত্যিক সেলিম মোরশেদ-এর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।
তালিকা স্থগিতের পর ২৭ জানুয়ারি সেলিম মোরশেদ আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন।