Logo
Logo
×

জাতীয়

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২ এএম

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারির প্রথম দিন থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়া হয়।

এদিন মধ্যরাত থেকে নতুন দামে পাম্পগুলোয় তেল পাওয়া যাবে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকায় বিক্রি হচ্ছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা’ অনুযায়ী এই নতুন দাম ঠিক করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্বে এসে অন্তর্বর্তী সরকার ৩১ আগস্ট প্রথমবার জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছিল। সেদিন সেপ্টেম্বর মাসের জন্য পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়।

অক্টোবর মাসে দাম নির্ধারণে নভেম্বরে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা করে কমিয়ে ১০৫ টাকা করা হয়। পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়।

আর ডিসেম্বরের শেষ দিন মূল্য সমন্বয়ের ঘোষণায় এক টাকা কমিয়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১০৪ টাকা। আগের মতো পেট্রোল ১২১ টাকা এবং অকটেন ১২৫ টাকা রাখা হয়।

এখন সব ধরনের তেলেই লিটারে এক টাকা দাম বাড়িয়ে ফেব্রুয়ারির মূল্য সমন্বয় করা হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন