Logo
Logo
×

জাতীয়

‘ছাত্রলীগ কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম

‘ছাত্রলীগ কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’

ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। হরতালসহ যেকোনো নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ‘অমর একুশে বইমেলা’ ঘিরে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব‌্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা ব‌লেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ‘আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি, তারা এখন কারাগারে আছেন। তারা যদি কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা চালায়, তবে আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে আপাতত দৃষ্টিতে আমরা তেমন কোনো আশঙ্কা দেখছি না।’

ডিএমপি কমিশনার জানান, বইমেলায় ডিএমপির বাইরেও র‍্যাব, গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারা দিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আশপাশের এলাকাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলা চলাকালে এক মাস কোনো ভারী যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

এক প্রশ্ন জবাবে শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, উসকানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে, এজন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। এ সময় সড়কে আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনার।

নিষিদ্ধ বই মেলায় আসা ঠেকাতে কী ব্যবস্থা এবং আগামীতে কী ধরনের নিয়ম হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সমন্বয় সভা করেছিলাম, আমরা বাংলা একাডেমির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তাদের অনুরোধ করেছি, এমন ধরনের বই জন্য স্টলে না আসে। কোনো বইয়ে উসকানিমূলক কিছু আছে কিনা, তা যেন স্ক্রিন করার পর মেলার স্টলে তোলা হয়। আমরা আশা করি, তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবে।’

নগরীতে বিভিন্ন ইস্যুতে আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ‘ঢাকার ট্রাফিক ব্যবস্থা বড় ভঙ্গুর, নাজুক, মানুষ কষ্ট পাচ্ছে। আমি নিজেও কষ্ট পাই। আমি অনেকবার অনুরোধ করেছি, আপনারাও করুন। আপনাদের দাবি থাকলে রাস্তা নয়, ফুটপাতে করুন। বিনীতভাবে অনুরোধ করছি।’

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী আরও বলেন, ‘এদেশের লোক আমরা। আমরা কারও গায়ে হাত তুলতে চাই না। কাউকে মারতে চাই না। আমি কোনো ব্রিটিশ কমিশনার না। আমার ডানে-বামে আমার সহকর্মীরা ব্রিটিশ না। আমরা ব্রিটিশ থেকে আসি নাই। আমরা কোনোলিয়ান পুলিশ না। আমি কোনোলিয়ন পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারব না। আমি আমার লোককে লাঠি দিয়ে পেটাতে চাই না।’

ইবতেদায়ি শিক্ষকদের লাঠিচার্জ করা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি আমার সহকর্মীদের বলেছি, টোটালি কোনো লাঠিচার্জ করা যাবে না। আমি প্রতিদিন আমার লোকজনকে ট্রেইন আপ করছি। তাদের ট্রেইন আপ করা আছে, আমি এদেশের মানুষ, আমি এদেশের মানুষের ওপর লাঠিচার্জ করব না।’

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ‘আগামী বছর থেকে বইমেলায় যেসব বই তোলা হবে সেগুলোর পাণ্ডুলিপি আগেই বাংলা একাডেমির কাছে জমা দিতে হবে বলে, এমন প্রস্তাব দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তারা সেই লেখাগুলো যাচাই-বাছাই করবেন। যাতে এমন কোনো কনটেন্ট বইয়ের স্থান না পায়, যেটা আমাদের সোশ্যাল লাইফকে বিতর্কের মাঝে ফেলে। আমাদের দেশদ্রোহী কোনো ধরনের প্রকাশনা যেন না তোলা হয়, এটা আমরা অনুরোধ করেছি। বই প্রকাশের আগে পাণ্ডুলিপি তাদের জমা দিতে হবে। তারা অনুমতি দিলে তবেই সেই বই মেলায় উঠবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন