
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম
এস আলম গ্রুপের ৩৬৮ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ আদালতের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম

ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে সংস্থাটির উপপরিচালক আবু সাইদ আদালতে সম্পদ জব্দের আবেদন করেন।
জব্দ করা সম্পদের বিবরণ
আদালতের নির্দেশে জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে—
চট্টগ্রাম:
১৮ নম্বর ওয়ার্ডের দুটি জমি, মোট মূল্য ২ কোটি ৭২ লাখ টাকা।
১ নম্বর পাথরঘাটা ইউনিয়নে ৮ দশমিক ৫০ শতাংশ জমি, মূল্য ৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
শিকলবাহা ইউনিয়নের বিভিন্ন স্থানে ১০ একরের বেশি জমি, যার মূল্য প্রায় ১৫৫ কোটি টাকা।
পটিয়া:
এস আলম কোল্ড স্টিল লিমিটেডের নামে বিভিন্ন জমি, যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
নারায়ণগঞ্জ:
স্যাভোলা অয়েল লিমিটেডের নামে ১ দশমিক ৩৮৫০ একর জমি ও ২ হাজার বর্গফুটের সেমি পাকা গৃহ, মূল্য ১২ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা।
বিভিন্ন জমির মোট মূল্য প্রায় ৪০ কোটি টাকা।
ঢাকা:
গুলশান-২ এলাকায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ছেলের কাছ থেকে কেনা ১০ কাঠা জমি, মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
তেজতুরি বাজারে ৯০ দশমিক ৮৮ শতাংশ জমি ও একটি একতলা ভবন, মূল্য ৫৬ কোটি ৯৬ লাখ টাকা।
ধানমন্ডি আবাসিক এলাকায় ১ বিঘা জমি।
বিদেশে অর্থপাচারের অভিযোগ
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলার (প্রায় ১১ হাজার কোটি টাকা) পাচারের অভিযোগ রয়েছে। এই তদন্তের অংশ হিসেবে দেশীয় সম্পদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এগুলো জব্দের নির্দেশ চাওয়া হয়।
দুদক বলেছে, এসব সম্পদ জব্দ না করা হলে তা অন্যত্র স্থানান্তরের আশঙ্কা রয়েছে। আদালতের আদেশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে বলে জানা গেছে।